পশ্চিমবঙ্গহেডলাইন
শব্দ বাজি নিষিদ্ধ করার প্রচার চালাল বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা

সুমিত কার্যি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার কামাখ্যাগুড়ি শাখার পক্ষ থেকে করোনা আবহে হাইকোর্টের রায় অনুযায়ী যে শব্দ বাজি নিষিদ্ধ আইন তৈরি হয়েছে তা নিয়েই লিফলেট দিয়ে প্রচার চালানো হলো। জানা গিয়েছে ১৩ নভেম্বর বুধবার আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার কামাখ্যাগুড়ি শাখার পক্ষ থেকে আলিপুরদুয়ার ২ নং ব্লকের মধ্যে পারোকাটা পুলপার ও কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি বাজার আশ্রয়ে এই প্রচার কর্মসূচী চালানো হয়।
এখানে শব্দবাজি ব্যবহার না করার উপরে প্রচার সঙ্গে সাপে কামড়ে কিভাবে হাসপাতালে নিয়ে যাবে তার ওপর প্রচার ও দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করার জন্য মাটির প্রদীপ বিতরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রোহিত কর ছোটন বর্মন ও সায়ন ঘোষ।