আচমকা অভিযান SDO’র , দুর্গাপুরে আটক ওভারলোডিং লরি ও ডাম্পার

জয়দেব লাহা, দুর্গাপুর: রাস্তার বেহাল দশায় অভিযোগের আঙুল উঠেছিল ওভারলোডিং যান চলাচলে। আচমকা অভিযান চালিয়ে দুর্গাপুরে ২৪ টি লরি, ডাম্পার আটক করল মহকুমা প্রশাসন।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা বেহাল দশায়। খানাখন্দে ভর্তি। নাজেহাল পথচলতি সাধারন মানুষ থেকে যান চালকরা। রাস্তা মেরামত হলেও কয়েকদিনেই ভেঙে পড়ছে রাস্তা। আর এই বেহাল রাস্তার অভিযোগের আঙুল উঠেছে ওভারলোডিং যান চলাচলে। বর্ষার বৃষ্টি, তারওপর মাত্রাতিরিক্ত পন্য বোঝাই লরি ডাম্পারের চাপ। ফলে ভেঙে পড়ছে রাস্তা। শনিবার আচমকা বেশ কিছু এলাকায় অভিযান চালায় দুর্গাপুর মহকুমাশাসক অনির্বাণ কোলে, পরিবহণ দফতর সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
এদিনের অভিযানে ২৪ টি লরি ও ডাম্পার আটক করে। দুর্গাপুরে বিভিন্ন প্রান্তে প্রায় ৪ ঘন্টা ধরে চলে অভিযান। প্রশাসনের দাবি, দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পণ্য বোঝায় গাড়ি চলাচল করার রাস্তা গুলি বেহাল হয়ে যাচ্ছিল। পাশাপাশি পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, “বালি বন্ধ থাকায় কেবল পাথরের গাড়ি ধরা হয়েছে। আগামীদিনেও অভিযান চলবে।”