পশ্চিমবঙ্গহেডলাইন
সদ্যজাতকের সন্ধানে দ্বারকেশ্বর নদীতে নামানো হল ডুবুরি

গোপাল রায়, আরামবাগ: সদ্যজাত শিশুর সন্ধানে ডুবুরি নামালো পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে হুগলির আরামবাগের পল্লীশ্রী ব্রীজের ওপড় থেকে ফেলে দেওয়া সদ্যজাত শিশুর খোঁজে ডুবুরি নামালো পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ শিশু নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত তিন জন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিনাল বারিখ, ইন্দ্রজিৎ ধারা, কাজল ধারা। ধৃতদের জেরা করে নাকি জানা যায় সদ্যজাত শিশুটিকে পল্লীশ্রী ব্রীজের ওপর থেকে দ্বারকেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়। সেই তথ্য অনুযায়ী, এদিন পুলিশ দ্বারকেশ্বর নদীতে ডুবুরি নামায়। শিশুটিকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের সমস্ত দফতর থেকে শুরু করে কোটের দ্বারস্থ হন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।