“সেবা সপ্তাহ” কর্মসূচি রূপায়ণে একাধিক জেলা সফরে কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: বিশ্ববরেণ্য জননেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর ৭০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী “সেবা সপ্তাহ” পালন উপলক্ষ্যে জেলা পরিক্রমায় কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। ১৪ সেপ্টেম্বর থেকে মহাদেব বাবুর কর্মাভিযান শুরু হয়েছে। দলীয় নেতা কর্মীদের উদ্বুদ্ধকরণে এটা মহাদেব বাবুর অভিনব প্রয়াস। নদীয়ার ধুবুলিয়া থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ, কৃষ্ণনগরে দরিদ্র পরিবারবর্গের মধ্যে বস্ত্রদান করেন তিনি।
[আরও পড়ুন- ইসলামিক সন্ত্রাসবাদের কবলে সমগ্র বাংলা, যুগশঙ্খকে জানালেন দিলীপ ঘোষ]
এরপর ১৯শে সেপ্টেম্বর হাওড়া জেলার বাগনানে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করেন তিনি। দলীয় কর্মীসভা সহ হাওড়ার আমতায় স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্যোগে রক্তদান শিবিরে যোগদান করেন তিনি। এরপর ২০শে সেপ্টেম্বর মেদিনীপুর টাউনশিপ হলে কৃষান মোর্চার কর্মীদের নিয়ে সভামঞ্চের মধ্যমনি ছিলেন জনদরদী কৃষক নেতা, কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার।