আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ।ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সকাল ১০টা থেকে ৷ শুক্রবার সকাল ৯ টায় মাধ্যমিকের ফল প্রকাশ। এ বছর ১১ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রে খবর তার মধ্যে প্রায় ১১ লাখের কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সকাল দশটার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। আজই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
দু’বছর বাদে ফের মেধা তালিকা ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, তা নিয়েও নির্ঘন্ট ঘোষণা হতে পারে আজ। আজ সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে ফল প্রকাশের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচির দিকেও।