fbpx
দেশপশ্চিমবঙ্গ

সেলফিতে বুঁদ, জল বাড়ছে নদীতে, চোরাস্রোতে ফেঁসে দুই যুবতী, এরপর…

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আর একটু হলেই ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা ৷ কিন্তু ভাগ্য সহায় ছিল দুই যুবতীর ৷ সেলফি তোলার হিড়িকে প্রাণটাই যাচ্ছিল ৷ ঠিক সময় এসে তাদের বাঁচালেন পুলিশকর্মীরা ৷ মধ্যপ্রদেশের চিন্ডওয়ারার ঘটনা ৷

করোনার জন্য সব ধরণের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ৬-৮ জন বন্ধুরা মিলে চিন্ডওয়ারা জেলার বেলখেদি গ্রামে পিকনিক করতে গিয়েছিলেন ৷ তাদের মধ্যে দু’জন একটি পাথরের উপর বসে সেলফি তুলছিলেন ৷ কিন্তু সেই ‘পারফেক্ট’ সেলফির জন্যই আরেকটু হলে প্রাণটা যাচ্ছিল ওই দুই যুবতীর ৷ কারণ আচমকাই নদীতে জল বাড়তে শুরু করে ৷ তখন সেখানেই আটকে পড়েন তারা ৷

এরপর স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাহায্যে মাঝ নদী থেকে ওই যুবতী দুজনকে উদ্ধার করা হয়। ঘটনাটি উঠেছে নানা প্রশ্ন। লকডাউন ভেঙে কিভাবে পিকনিক করা হয় তা নিয়ে চলছে সমালোচনা পাল্টা সমালোচনা।

Related Articles

Back to top button
Close