fbpx
কলকাতাহেডলাইন

এতদিন লুকিয়ে থেকে এখন রাজনীতি করতে আসছেন, অমিতকে কটাক্ষ সেলিমের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এতদিন লুকিয়েছিলেন। এখন রাজনীতি করতে আসছেন। ভার্চুয়াল জনসভা নিয়ে অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। শুধু তাই নয়, মঙ্গলবার এর প্রতিবাদে সিপিএম পথে নামছে বলেও জানিয়েছেন তিনি।

করোনা আর লকডাউনের পরিস্থিতিতে এই মুহূর্তে খোলা মাঠে জনসভা করা সম্ভব নয়। তাই রাজনৈতিক কর্মকাণ্ড জারি রাখতে মঙ্গলবার রাজ্য বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হবে ভার্চুয়াল জনসভা। এই জনসভায় প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের ধারণা মঙ্গলবারের এই সভা থেকেই ২০২১ বিধানসভার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বিজেপি। আর তাই বিজেপিকে টক্কর দিতে ময়দানে নামছে সিপিএমও। সোমবার এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন সেলিম।
করোনা পরিস্থিতিতে অমিত শাহকে ময়দানেই দেখা যায়নি দাবি করে তিনি বলেন, ‘মধ্যপ্রদেশের সরকার ভাঙা ও নমস্তে ট্রাম্পের পর, আর এতদিন অমিত শাহের টিকিই দেখতে পাওয়া যাচ্ছিল না। অমিত শাহ যেখানকার সাংসদ, সেই আমেদাবাদে করোনা মৃত্যুর হার সর্বাধিক। সেদিকে ওনার কোনও ভূমিকা নেই। আর এখন পশ্চিমবঙ্গ ও বিহারের ভোট রাজনীতি করতে, গুজরাটের বিধায়ক কেনাবেচা করতে সক্রিয় হয়ে উঠেছেন।’

আরও পড়ুন: সময় থাকতে থাকতেই তাই নামতে হবে প্রতিবাদের পথে, অমিতের বিরুদ্ধে রাস্তায় আজ বামেরা

এর পাশাপাশি ভার্চুয়াল জনসভাকে কটাক্ষ করে সেলিম বলেন, ‘ ওনার আর মানুষের সামনে যাওয়ার সাহস নেই। তাই সোশ্যাল মিডিয়ার তথাকথিত জনসভা করে বেড়াচ্ছেন।’ মঙ্গলবার অমিত শাহ যখন ভার্চুয়াল জনসভা করবেন, সেই সময় অর্থাৎ সকাল ১১ টা থেকে ১২ টা লকডাউন বিধি মেনে সিপিএম রাজ্য জুড়ে পথে নামবে বলে জানিযে তিনি বলেন, ‘খাদ্যের দাবি, ত্রানের দাবি, স্বাস্থ্য সুরক্ষার দাবি, শ্রমিক, কৃষক, ছাত্রদের দাবি সহ বিভিন্ন দাবিতে শারীরিক দূরত্বও বজায় রেখেই এই বিক্ষোভ হবে। মঙ্গলবার রাজ্যের প্রতিটি প্রান্তে সর্ব শক্তি নিয়ে প্রতিবাদ হবে।’

Related Articles

Back to top button
Close