গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গভিডিওহেডলাইন
মহারাষ্ট্র থেকে সাতটি ট্রেন বাংলায় পাঠানোর অনুমতি এখনও মেলেনি: দেবেন্দ্র ফড়নবিশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিযায়ী শ্রমিক বিতর্কে এবার যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রবিবার তিনি টুইট করে জানিয়েছেন, মহারাষ্ট্র থেকে সাতটি ট্রেন বাংলায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুমতি চাওয়া হলেও এখনও কোনও উত্তর আসেনি।
প্রসঙ্গত, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি ২৫ লক্ষ স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন। তাঁদের মধ্যে ৪ লক্ষ সোনার কারিগর রাজ্যে ফিরতে চায়। অথচ মহারাষ্ট্রের জন্য কোনও ট্রেনের কথা বলেনি রাজ্য।
এদিন টুইটে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ আমি মমতা দিদিকে অনুরোধ করছি দ্রুত জবাব দিন। বহু মানুষ পশ্চিমবঙ্গ ফিরতে চান। আমি রাজ্যের অন্যান্য ব্যক্তিদেরও অনুরোধ করছি মমতা দিদিকে বলার জন্য। আমরা চাই না কোনও শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করুন।’