fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বদলে যাচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মের বেশ কিছু নম্বর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়সড় পরিবর্তন। বদলে যাচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মের কয়েকটি নম্বর। বেশ কিছু প্ল্যাটফর্মের নম্বর যেমন বদলে যাচ্ছে তেমনি বেশ কিছু প্ল্যাটফর্মের নম্বর একই থাকছে। মূলত সিরিজ তুলে দিয়ে তা নম্বরে পর্যবসিত করা হচ্ছে যাতে যাত্রীরা চট করে বুঝে যেতে পারেন। এই বদলের জেরে এখন শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে মোট প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়াচ্ছে ২১।

আরও পড়ুন:ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেঁপে উঠল লাদাখ

এবার থেকে ১এ চিহ্নিত হবে ১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে আর ১ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত হবে ১এ হিসাবে। ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের নম্বর অপরিবর্তিত থাকছে। ৪এ চিহ্নিত হচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে ও ৫ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত হল ৬ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে। এই হিসাবেই ৬ হল ৭, ৭ হল ৮, ৮ হল ৯ এবং ৯ হল ১০ নম্বর প্ল্যাটফর্ম। ৯সি এবার থেকে চিহ্নিত হবে ১১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে। একই ভাবে ৯বি হল ১২, ৯এ হল ১৩ ও ৯ডি হল ১৪ নম্বর প্ল্যাটফর্ম। এই ১ থেকে ১৪ এই প্ল্যাটফর্ম গুলি থাকছে শিয়ালদা উত্তর শাখায়। বাকি ১৫ থেকে ২১ থাকছে শিয়ালদা দক্ষিণ শাখায়। ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের নতুন নম্বর দেওয়া ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডেও এই ব্যবস্থা জারি হয়ে গিয়েছে।

Related Articles

Back to top button
Close