fbpx
আন্তর্জাতিকহেডলাইন

Zoom ভিডিও কনফারেন্সে সেক্রেটারির সঙ্গে সেক্সে মত্ত সরকারি আধিকারিক! ভাইরাল!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: Zoom ভিডিও কনফারেন্স অ্যাপএর আগেও জুম মিটিংয়ের মধ্যে একাধিক গণ্ডগোলের ভিডিও ভাইরাল হয়েছে, তবে এবার যা হল তা একেবারে ন্যাক্কারজনক৷ ফিলিপিন্সের এক সরকারি আধিকারিক মিটিং চলাকালীন সেক্সে লিপ্ত ছিলেন৷ মিটিং চলাকালীন নিজের সেক্রেটারির সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হন তিনি৷ রোজকার মিটিংয়ের সময় এই কাণ্ডে জোর চাঞ্চল্য৷

Photo Courtesy- Zoom Chat/ Video Grab ব্রিটিশ ট্যাবলয়েড ‘সান’- র খবর অনুযায়ি ফতিমা দোস গ্রামের কাউন্সিল প্রভিন্সের কর্মকর্তা টেরই পাননি মিটিং চলাকালীন এদিন তিনি ক্যামেরাটি বন্ধ করতে ভুলে গেছেন৷ মিটিং যখন চলছে তখন ঘরের এক কোণে যৌন মিলনে ব্যস্ত রয়েছেন সরকারি ওই আধিকারিক!

প্রথমে ভিডিওতে দেখা যায় এস্টিল আস্তে করে কম্পিউটারের কিছু একটা বোতাম টিপছেন, মানে যেভাবে ক্যামেরা অফ করে তার চেষ্টা করছেন৷ এই ভয়াবহ জুম কলটি অগাস্টের ২৬ তারিখ হয়৷  ক্যামেরা অফ আছে ধরে নিয়ে বৈঠক চলাকালীন নিজের সেক্রেটারির সঙ্গে যৌন মিলনের আনন্দে রত ছিলেন তিনি৷ এদিকে অন্যরা তখন মিটিংয়ে ব্যস্ত ছিলেন৷

এদিকে  যৌন মিলন হয়ে যাওয়ার পর আবার মিটিংয়ে যোগ দেন৷ এদিকে অন্য এক সদস্য যিনি মিটিংয়ে যোগ দিয়েছিলেন তার কাছে গোটা মিটিংয়ের বৈঠকের রেকর্ডিং ছিল৷ ধীরে ধীরে এই সেক্স ভিডিও পাবলিক হয়ে যেতে ষুরু করে ৷ আধিকারিকের এই ধরণের নক্কারজনক পদক্ষেপের পর গ্রামবাসীরা তাঁর পদত্যাগ দাবি করেন৷

Related Articles

Back to top button
Close