কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
চাকরি দেওয়ার নাম করে শ্লীলতাহানির অভিযোগ! যাদবপুর থেকে গ্রেফতার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এতদিন চাকরির নামে প্রতারণার শিকার হতেন অনেকেই। এবার চাকরি দেওয়ার নাম করে এবার মহিলা আবেদনকারীকে শ্লীলতাহানি অভিযোগ উঠল পূর্ব যাদবপুরে। অভিযোগ পেয়ে সন্দীপ পাল এবং পীযূষ কান্তি মন্ডল নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কলকাতার পূর্ব যাদবপুর থানা এলাকায় তারা একটি সংস্থার অফিস খুলে চাকরিতে আবেদন করার জন্য বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছিল। কারও কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছিল, কেউ আবার দিয়েছিলেন ১০ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, একাধিক বেকার যুবক-যুবতী কাছে বিভিন্ন নামী বেসরকারি কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করেছে সন্দীপ ও পীযূষ। কিন্তু সেই চাকরি আর কেউই পাননি।
এর মধ্যেই বৃহস্পতিবার এক মহিলা আবেদনকারীকে ডেকে ইন্টারভিউ দেওয়ার নামে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোনমতে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যাদবপুর থানায় ভুয়ো সংস্থার দুই কর্ণধার সন্দীপ পাল ও পীযূষকান্তি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপরেই ওই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।