শান্তিনিকেতন কাণ্ডের প্রতিবাদে দিনহাটায় এসএফআই-এর বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বিশ্বভারতীর বর্তমান উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শান্তিনিকেতনে গুন্ডাগিরির বিরুদ্ধে দিনহাটায় বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করল সিপিআইএম এর ছাত্রসংগঠন এস এফ আই। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে দিনহাটা শহরের ব্যস্ততম পাঁচ মাথার মোড়ে বিশ্বভারতীর বর্তমান উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়। ছাত্র সংগঠনের রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস, আব্দুল মালেক পাটোয়ারী, টুটুল সরকার, শৌভিক দে, আকাশ সাহা প্রমুখের নেতৃত্বে এদিন এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুতুল দাহ কে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব বলেন, আরএসএসের মদত পুষ্ট বর্তমান উপাচার্য বিশ্বকবি কে বহিরাগত বলে বাঙালির ভাবাবেগ কে আঘাত করেছেন। এছাড়াও রাজ্যের শাসকদলের গুন্ডাবাহিনী কবিগুরুর শান্তিনিকেতনে প্রাচীর ভেঙ্গে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করেছে। এরই প্রতিবাদে সারা রাজ্যের সাথে সাথে এদিন দিনহাটা তেও অভিযুক্তদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ আন্দোলনের পাশাপাশি কুশপুতুল দাহ করা হয়।