fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

করোনা সেবায় নিজেদের অফিসকে উৎসর্গ করলেন শাহরুখ-গৌরী খান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মহত্বের পরিচয় দিলেন শাহরুখ-গৌরী খান। নিজেদের অফিস করোনা রোগীদের জন্য আইসিইউ করলেন শাহরুখ-গৌরী খান। শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বৃহন্মুম্বই পুরসভার মিলিত প্রয়াসে সোমবার থেকেই করোনা রোগীদের জন্য এই আইসিইউ চালু হল।

[আরও পড়ুন- সাম্প্রদায়িক সম্প্রীতির ছোঁয়া রামমন্দিরে]

কোরেন্টাইন্ট সেন্টারের জন্য নিজেদের অফিসকে বৃহন্মুম্বই পুরসভার হাতে আগেই তুলে দিয়েছিলেন শাহরুখ-গৌরী। এবার তাঁদের অফিসে তৈরি হচ্ছে করোনা রোগীদের জন্য আইসিইউ। আর পুরো আইসিইউ সেন্টারের ডিজাইন করেছেন গৌরী খান। জানা গিয়েছে যে, গৌরী খান নিজেই অফিসের ইন্টিরিয়র ডিজাইন করেছেন। সেখানে ১৫টি আইসিইউ বেডের সঙ্গে থাকছে অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের সুবিধে। এখানে ভর্তি কোয়রান্টিনের রোগীদের শিফট করা হয়েছে অন্য আইসোলেশন সেন্টারে। এর আগে এই কোয়রান্টিন সেন্টারে ভর্তি ৬৬ জন রোগীর মধ্যে প্রায় ৫৪জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

 

Related Articles

Back to top button
Close