
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ লোকসভা থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রীর একের পর এক আক্রমণে বিদ্ধ বাংলার শাসক দল। গতকাল মতুয়া মহাসংঘের ভাষণ দিতে গিতে প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। আর এর পরেই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সাঁড়াশি আক্রমণে বিদ্ধ রাজ্যের শাসকদল।
অমিত শাহ বলেন, ‘বিরোধীদের হত্যা করে বিজেপি কোনও রাজ্যে শাসন করে না৷ আমরা নির্বাচনে লড়তে চাই। লড়াই করার জন্যই রাজনৈতিক দলগুলি লড়াই করে। আমরা রাজনৈতিক মতাদর্শ অনুসারে নীতি নিয়ে লড়াই করতে চাই। তৃণমূল গোয়া গিয়েছিল। যাক কোনও আপত্তি নেই। তবে আমরা বিরোধী নেতাদের খুন, মহিলাদের ধর্ষণ করে রাজনীতি করি না।
রামপুরহাটের ঘটনার পরে উত্তপ্ত বাংলার রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে এক-কাট্টা হয়ে মুখ খুলেছে সব পক্ষই। রাজ্যের প্রধান বিরোধী দল সোচ্চার হয়েছে।
অমিত শাহের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ পাল্টা তৃণমূলের প্রতিনিধি দলও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে বেশ কিছু তথ্য দিয়েছিল৷
তৃণমূলের পাশাপাশি এ দিন কংগ্রেসকেও নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে বলেন, ভয় থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন৷ অরবিন্দ কেজরীওয়ালের দল আপ-এর উত্থানকেও যে বিজেপি ভয় পাচ্ছে না, তাও স্পষ্ট করে দিয়েছেন শাহ৷