
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মণীশ শুক্লার খুনের ঘটনার রেশ মেলানোর আগেই ফের আক্রান্ত প্রাক্তন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বড়সড় হামলার মুখে পড়েন বিজেপির রাজ্য মুখপাত্র।
শমীক ভট্টাচার্যের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেছেন,’ শমীকদার উপর এই হামলা গণতন্ত্রের উপর আক্রমণ।’
বিজেপির তরফে অভিযোগ, বিনা প্ররোচনায় হামলা চালিয়ে শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙার পাশাপাশি লুটপাট চালানো হয়। ঘটনায় শমীকসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ডায়মন্ড হারবার ও ফলতার মাঝামাঝি মোহনপুরে হামলা চালানো হয়।
শমীক ভট্টাচার্য বলেন, ‘ কোথাও কোনও গোলমাল ছিল না, হঠাৎ দেড়শো- দুশো লোক বাঁশ, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করলো। গাড়ি ভেঙে দিল, আমাদের নামিয়ে মারধর করলো।’ শমীক ভট্টাচার্যের পায়ে ছোট লেগেছে। পায়ের এক্স-রে করানো হলেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
ডায়মন্ড হারবারে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উমেশ দাসের অভিযোগ, ‘ শমীকদা ডায়মন্ড হারবারে মহকুমা অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ি ঘিরে মারধর করে, মোবাইল কেড়ে নেয়। কিন্ত পুলিশ প্রশাসন নির্বিকার, এসপি ফোনই ধরছেন না।’