শারদ উৎসবের প্রাক মুহূর্তে ট্রাই সাইকেল পেয়ে খুশি প্রতিবন্ধী যুবতী শংকরী অধিকারী

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : দীর্ঘ অবসাদ ও প্রতিক্ষা কাটিয়ে শেষ পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে চাকদহের প্রতিবন্ধী যুবতী শংকরী অধিকারী।নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত চাদুরিয়া ১ নং গ্ৰাম পঞ্চায়েতের অধীন করিচাগড় গ্ৰামের বাসিন্দা শংকরী অধিকারী (৪০) জন্ম থেকেই প্রতিবন্ধী। সংসারে আর্থিক অনটন লেগেই আছে,ফলে চিকিৎসা, পড়াশোনা সহ চলাফেরার সহায়ক সরঞ্জাম সংগ্ৰহ,সব কিছুই ছিল ক্ষমতার বাইরে।
অভাবের সংসারে ঘাত প্রতিঘাতে শংকরী নিজেকে তিলে তিলে বড়ো করে তুলেছে। স্থানীয় ক্লাব,পাড়া প্রতিবেশীদের নজরে বিষয়টি থাকলেও হাই,হ্যালো,অনুতাপ, অনুশোচনা ইত্যাদি বিষয়ের উপর দিয়েই সকলে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নজরেও বিষয়টি ছিল, কিন্তু তাদের মনে পড়ে কেবলমাত্র ভোটের সময়,এই আক্ষেপ,শংকরীর পরিবারের। ভোট পেরলে, সে তিমিরে ঠিক সেই তিমিরেই পড়ে থাকা এলাকার অসহায়া যুবতী শংকরী অধিকারী সহ তাদের পরিবারের।অবশেষে মা দুর্গার আগমনী আবহে শিকে ছিঁড়ল,অসহয়া নারী শংকরী অধিকারীর।চাকদহ করোনা ভলেন্টিয়ার্স ক্লাবের সহযোগিতায়, শংকরী পেল ট্রাই সাইকেল।এই ট্রাই সাইকেল পেয়ে খুশি শংকরী।
শংকরী আমাদের জানাচ্ছেন, দুর্গা মায়ের অসীম কৃপায় এবার এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন করোনা ভলেন্টিয়ার্স ক্লাবের সৌজন্যে ঠাকুর দেখতে পারবো।এই ট্রাই গাড়িতে চড়েই পুজো দেখতে চায় শংকরী অধিকারী। ঘটনায় খুশি শংকরী র বাড়ির অন্যান্য সকল সদস্য-সদস্যা গন।