
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্ত সেলেব দুনিয়াও। এবার সেই মারণ ভাইরাস থাবা বসাল শতাব্দী রায়ের বাবার শরীরে। তৃণমূল সাংসদের বাবা এই মুহূর্তে ভর্তি বেসরকারি হাসপাতালে। রবিবারই শারীরিক অসুস্থতা নিয়ে তাকে ভর্তি করা হয় ওই বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন:দর্শনার্থীদের জন্য এখনই খুলছে না তাজমহল….
হাসপাতালে ভর্তির পর স্বাস্থ্যবিধি মেনে শতাব্দী রায়ের বাবার করোনা টেস্ট করানো হয়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাঁকে আলাদা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সর্বক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষেণে রাখা হয়েছে।
শতাব্দী রায় জানিয়েছেন, তাঁর বাবা আগের চেয়ে অনেকটা ভালো আছেন। দৈহিক দুর্বলতাও কমেছে। এদিকে শতাব্দী রায়ের বাবা করোনা আক্রান্ত জানার পরেই তাঁর বাড়ি ও আশেপাশের এলাকা স্যানিটাইজ করা হয়।