fbpx
দেশহেডলাইন

শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানেল তৈরি হলে পাঞ্জাবে আগুন জ্বলবে: অমরিন্দর সিংহ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানেল তৈরি হলে পাঞ্জাবে আগুন জ্বলবে, এভাবেই য়হুঁশিয়ারি দিলেন পাঞ্জাবের মুখ‍্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরিন্দর সিংহ। মঙ্গলবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, হরিয়ানার সঙ্গে জলবন্টন নিয়ে কেন্দ্র যদি চাপ দেয় তবে পাঞ্জাব জ্বলবে। মঙ্গলবার এই বিষয় নিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিং ভিডিও কনফারেন্সে বৈঠক করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে। পাঞ্জাব মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে শতদ্রু–যমুনা লিঙ্ক ক্যানেল ‌অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যা জাতীয় সুরক্ষা বিঘ্নিত করতে পারে।

শতদ্রু-যমুনা লিঙ্ক নিয়ে দুই রাজ্যের মধ্যে ঝামেলার কারণে পাঞ্জাবের দিকের খালের কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় র‌য়েছে। ১৯৮২ সালে এই খাল নির্মাণ শুরু হয়েছিল। এই খালের কাজ শুরু হতেই শিরোমণি অকালি দল ব্যাপক অশান্তির সৃষ্টি করে পাঞ্জাবে। বিভিন্নভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও, তা কোনওভাবেই সম্ভব হয়নি। সেই সময় থেকেই যমুনা নদীর জলবন্টন নিয়ে দুই রাজ্যের মধ্য বিবাদ অব্যাহত। অন্যদিকে, পাঞ্জাব ইরাবতী-বিয়াস নদীর জলের পরিমাণ পুননির্ধারণের দাবি জানিয়েছে এবং হরিয়ানা তার সাড়ে ৩ মিলিয়ন একর-ফুট (এমএএফ) অংশ পাওয়ার জন্য এসওয়াইএল খালটি সমাপ্ত করার চেষ্টা করছে।

সুপ্রিম কোর্টের গত ২৮ জুলাই দীর্ঘদিনের এই ইস্যু নিয়ে দুই রাজ্যের মধ্যে মধ্যস্থতা করতে বলেছিল। হরিয়ানা ও রাজস্থানের সঙ্গে জলবন্টন করতে নারাজ পাঞ্জাব, বরং পাঞ্জাবের পক্ষ থেকে বলা হয় যে এতে রেহাই দেওয়ার কিছু নেই। পাঞ্জাব সরকারের বিবৃতি অনুযায়ী মুখ্যমন্ত্রী বৈঠকে শেখাওয়াতকে বলেন, ‘‌জাতীয় সুরক্ষার দিকে নজর রেখে এই বিষয়টি নিয়ে ভাবা উচিত।’‌

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌শতদ্রু-যমুনা লিঙ্ক করার যদি সিদ্ধান্ত নিয়ে নেওয়াই হয় তবে পাঞ্জাবে অশান্তি শুরু হয়ে যাবে এবং তা জাতীয় সুরক্ষা সংক্রান্ত সমস্যা হয়ে দাঁড়াবে। যার প্রভাব হরিয়ানা ও রাজস্থানে গিয়েও পড়বে।’‌

Related Articles

Back to top button
Close