কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
জল্পনা বাড়িয়ে মুকুল রায়ের বাড়িতে শীলভদ্র দত্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে ক্রমশই ধোয়াশা বাড়ছে শাসক দলের অন্দরে। জল্পনা বাড়িয়ে মঙ্গলবার মুকুল রায়ের বাড়িতে গেলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।
ইদানিং সময়ে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর গলায় বেসুরো সুর শোনা গেছে। আগামী নির্বাচনে দাড়াবেন না বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক। শীলভদ্র দত্তর সঙ্গে ইতিমধ্যেই পিকের টিম দেখা করেছে। কিন্তু সেখানেও নিজের সিদ্ধান্তে অনর থেকেছেন শীলভদ্র বাবু।
এরপরেই আজকে মুকুল রায়ের বাড়িতে গিয়ে সেই জল্পনা আরও উসকে দিলেন তিনি। মুকুল রায়ও শীলভদ্রের দলবদলের বিষয়ে কিছু বলছেন না। শুধু বলছেন, শীলভদ্র মাঝে মধ্যেই তাঁর বাড়িতে আসেন। মঙ্গলবারও এসেছিলেন। এখানে রাজনীতির গন্ধ খোঁজার কোনও মানে হয় না।