পশ্চিমবঙ্গহেডলাইন
“ওওও মুঝে কলেজ যানা হ্যায়…” সানি-মিয়ার পর কলেজ বিএসসিতে এবার শিঞ্চন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আশুতোষ কলেজে ভর্তি হচ্ছিলেন সানি লিওনি! নেহা কক্করও ভর্তি হচ্ছেন স্নাতকে। মিয়া খলিফা বারাসাতে, এবার শিলিগুড়ি কলেজে বিএসসি অনার্স নিয়ে ভর্তি হচ্ছে সিঞ্চন। অতি পরিচিত সেই কার্টুন চরিত্র। ভর্তির মেধাতালিকায় প্রথম নামটাই তার।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার কাছে নিশ্চিত করেছেন কলেজের এক কর্মী। জানিয়েছেন, ‘দেখা মাত্রই নামটি সরিয়ে দেওয়া হয়। নতুন তালিকা তৈরি করে ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে। কেউ দুষ্টুমি করেই এসব করেছে।’
ছাত্র–ছাত্রীদের আবেদনপত্র বিচার করে ভর্তির মেধাতালিকা প্রকাশের জন্য একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল শিলিগুড়ি কলেজ। ক্লাস শুরুর আগে পড়ুয়াদের যাবতীয় শিক্ষাগত নথি খতিয়ে দেখার কথা কলেজের। এবার ওই সংস্থার দ্বারাই ভুলটা হয়েছে।