এবারেও চমক, ম্যাজিক সংখ্যা’ পার করে ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়ে আস্থা ভোটে জয়ী শিন্ডে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শক্তি পরীক্ষায় বাজিমাৎ করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সদ্যই মহারাষ্ট্রের গদিতে বসেছেন তিনি। আর বসেই শক্তি পরীক্ষায় ‘শক্তি’ বুঝিয়ে দিলেন তিনি। সোমবার ছিল আস্থা ভোট। সেখানেই ভাগ্য নির্ণয় হওয়ার কথা ছিল মহারাষ্ট্রের গদিতে বসা নয়া মুখ্যমন্ত্রীর। আর সেখানেই উতরে গেলেন তিনি। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলো শিন্ডে-বিজেপি সরকার। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪ ভোট। সেই ‘ম্যাজিক সংখ্যা’ পার করে ১৬৪ জন বিধায়কের সমর্থন পেল শিন্ডে শিবির।
শিবসেনার মুখ্য হুইপ ভরত গোগাওয়ালের নির্দেশনার বিরুদ্ধে ভোট দিয়েছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান ও কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিভার ভোট দেননি। সমাজবাদী পার্টির দুই বিধায়ক ও এমআইএমের এক বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন। শিন্ডে সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে ৯৯টি।
আস্থা ভোটে জয়ের পর উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, ‘শিন্ডে বালাসাহেব ঠাকরের শিবসৈনিক’।
এর আগে শিন্ডেসহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছে উদ্ধব বাহিনী। গত বুধবার রাতে দলীয় বিদ্রোহের মুখে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। পরের দিন মুখ্যমন্ত্রী হিসেবে শিন্ডের নাম ঘোষণা করে চমকে দেন দেবেন্দ্র ফড়নবীশ। সেই সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী হিসেবে বড়সড় চমক দিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসেন শিন্ডে, আর উপমুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ।