কঙ্গনাকে ভারসাম্যহীন মহিলা বলে কটাক্ষ শিবসেনার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কঙ্গনাকে একজন ভারসাম্যহীন মহিলা বলে কটাক্ষ করল শিবসেনা। ফের সংঘাত প্রকাশ্যে এল।
আরও বলা হয়, তার মতো মহিলার মহারাষ্ট্রে থাকার কোনও অধিকার নেই।
সোমবার সম্পাদকীয় মুখপত্র ‘সমানা’তে শিবসেনার তরফে বলা হয়েছে রাজ্যে আসন্ন বর্ষা অধিবেশন চলাকালীন কঙ্গনার মতো একজন ‘বহিরাগত’র বিরুদ্ধে বিরোধীদেরও সোচ্চার হওয়া উচিত। প্রসঙ্গত কিছুদিন আগেই কঙ্গনা রানাওয়াত মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। তার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
এদিন শিবসেনার তরফে বলা হয়,পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে মুম্বইয়ের জন্য প্রাণ দেওয়া সমস্ত মারাঠি মানুষ এবং শহিদ সৈন্যদের অপমান করেছেন কঙ্গনা। বলা হয়, “একজন বহিরাগত, যিনি মুম্বইয়ে এসেই সবকিছু পেয়েছেন, তার কাছ থেকে এরকম অপমানজনক মন্তব্য সহ্য করা হবে না। রাজ্য আইনসভাতেও এরকম ব্যবহারের নিন্দে করা হবে।”