fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

শিবসেনা সব সময় যোগ্য প্রার্থীকেই বেছে নেয়, তাই দ্রৌপদী মুর্মুকে সমর্থন, মন্তুব্য উদ্ধব ঠাকরের  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এনডিএ-র প্রেসিডেন্ট পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ফলে লড়াইয়ে আরেক ধাপ পিছিয়ে পড়লেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হা।

১৮ জুলাই ভারতের প্রেসিডেন্ট নির্বাচন। দল কার পক্ষে ভোট দেবে,  তা ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসেছেন শিবসেনার সাংসদরা।

অধিকাংশ শিবসেনা সাংসদের বক্তব্য, জনজাতি সমাজের পক্ষ থেকে এই প্রথম কোনও ব্যক্তি নির্বাচনে লড়ছেন। দ্রৌপদীর বিরোধিতা করা হলে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে।

সে কারণে দ্রৌপদীকে সমর্থনের প্রশ্নে এগিয়ে এসেছেন শিবসেনা সাংসদরা। দ্রৌপদীকে যে সমর্থন করা হতে পারে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্নে শিবসেনা বরাবরই যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে এসেছে। ২০০৭ সালে প্রতিভা প্যাটেল, ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় বিরোধী শিবিরের প্রার্থী হলেও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে যোগ্য ব্যক্তিকেই দল বরাবর সমর্থন করে এসেছে। এ বারও যোগ্য ব্যক্তিকেই দল সমর্থন করবে।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছন,  দ্রৌপদী মুর্মুকেই সমর্থনের সিদ্ধান্ত শিবসেনার। কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট বলেন,  জোটের শরিক হলেও শিবসেনা তাদের এ বিষয়ে কিছু জানায়নি।

Related Articles

Back to top button
Close