গুরুত্বপূর্ণদেশহেডলাইন
রাহুলকে নিয়ে ওবামার মন্তব্য ‘কুরুচিকর’ বলে সরব শিবসেনা-কংগ্রেস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাম ওবামা নিজের স্মৃতিকথা নিয়ে লেখা এক বইয়ে কংগ্রেস নেতা রকহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তীব্র ভাষায় তার নিন্দা করল শিবসেনা।
শিবসেনার পাশাপাশি কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে ‘কুয়োর ব্যাঙ’-এর সঙ্গে তুলনা করেন। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আদতে ভারত সম্পর্কে কিছু জানেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
রাহুলের পক্ষ নিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘কোনও বিদেশি রাজনীতিক এক ভারতীয় রাজনৈতিক নেতা সম্পর্কে এ ধরনের মতামত দিতে পারেন না। ওবামার ওই মন্তব্য কুরুচিকর।’