fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

মহারাষ্ট্রে ঢুকলে মেরে পা ভেঙে দেব, কঙ্গনাকে হুমকি শিবসেনা বিধায়কের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার কঙ্গনা রানাওয়াতের পা ভেঙ্গে ফেলার হুমকি দিল শিবসেনা। প্রতাপ সারনায়েক নামের এই শিবসেনার বিধায়ক হুমকি দিয়ে বলেছেন যে, মহারাষ্ট্র ঢুকলে পা ভেঙে দেওয়া হবে কঙ্গনা রানাওয়াতের।  এর আগেও কঙ্গনা রানাওয়াতকে হুমকি দেওয়া হয়েছিল। প্রথমে সঞ্জয় রাউত কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন। যা নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়েছিল। এরপর মহারাষ্ট্রের অনিল দেশমুখ নামে এক মন্ত্রী কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন। এবার প্রতাপ সারনায়েক নামে শিবসেনার এক বিধায়ক কঙ্গনা রানাউতকে মহারাষ্ট্রে ঢুকলে পা ও মুখ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে।

[আরও পড়ুন- প্রণব মুখার্জী আমৃত্যু বাংলাদেশের পাশে ছিলেন: শেখ হাসিনা]

কঙ্গনাকে এমন হুমকি দেওয়ার পর রাষ্ট্রীয় মহিলা আয়োগ শিবসেনার বিধায়কের গ্রেফতারের দাবি তুলেছে। জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপারসন রেখা শর্মা কঙ্গনার উপর আক্রমনকে কু-রুচিকর বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে সঞ্জয় রাউত কঙ্গনাকে হুমকি দিয়েছে মহারাষ্ট্র এ না আসার জন্য। সঞ্জয় রাউত প্রাদেশিকাকে উস্কে দিয়ে কঙ্গনার উপর আক্রমন করেছেন। কঙ্গনা অবশ্য পাল্টা মুম্বাইকে নিজের কর্মভূমি বলে দাবি করে কড়া জবাব দিয়েছেন।

 

Related Articles

Back to top button
Close