নমাজ পাঠের বিরোধিতা করা শিবসেনা এখন গীতা পাঠের সঙ্গে তুলনা করছে আজানের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজানের সঙ্গে মহা আরতির তুলনা করল শিবসেনা। মহারাষ্ট্রে আজান নিয়ে মহাজোটের সঙ্গে বিজেপির বচসা শুরু হয়েছে। শিবসেনার দক্ষিণ মুম্বাইয়ের প্রধান সপকাল আজানের সঙ্গে মহা আরতির তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন যে, আজান শুধু পাঁচ মিনিটের হয়। মহাআরতির মতই গুরুত্বপূর্ণ আজান। আজান হল শান্তি আর প্রেমের প্রতীক। শিবসেনার সহযোগী দলগুলিও সপকালের মন্তব্যকে সমর্থন করেছে।
এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে, শিবসেনার কোনও এক সময় রাস্তায় নামাজ পড়া নিয়ে আপত্তি ছিল। কিন্তু এখন সেই আজানকেই সমর্থন করছে শিবসেনা। উল্লেখ্য, সাংবাদিকদের সামনে দক্ষিণ মুম্বাইয়ের প্রধান সপকাল বলেন, ‘আমি মুসলিমদের উৎসাহিত করার জন্য মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবক সংগঠনকে আজানের প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছি। গীতা পাঠের প্রতিযোগিতার মতোন আজানের প্রতিযোগিতা করা দরকার বলে জানান তিনি।
তিনি আরও বলেন যে, ‘আমি মেরিন লাইনের কবরস্থানের পাশে থাকি। রোজ আজান শুনি। যে একবার আজান শুনবে, সে দ্বিতীয়বার শোনার জন্য অপেক্ষা করবে। আর এটা নিয়েই আজানের প্রতিযোগিতার কথা মাথায় আসে।”