মন্দির থেকে উপড়ে ফেলা হল শিবলিঙ্গ, বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মন্দির থেকে উপড়ে ফেলা হল শিবলিঙ্গ। রাতের অন্ধকারে এই কাজ করলেন দুষ্কৃতীরা। প্রতিবাদে রাস্তা অবরোধ করল হিন্দুরা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির আপার বাজারের রংরেজ গলিতে এক শিব মন্দির থেকে উপড়ে ফেলা হয় শিবলিঙ্গ।
আরও পড়ুন- আদালতেও স্বস্তি পেলেন না অর্ণব গোস্বামী
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভিডিও। স্থানীয়রা এই ঘটনা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে। তদন্তের জন্য খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা আপার বাজারের সমস্ত দোকান বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে অংশগ্রহণ করে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরাও। তাঁরা দাবি জানায় যে, অবিলম্বে গ্রেফতার করা হোক দোষীদের।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে দেশের আলাদা আলাদা অংশ থেকে হিন্দু মন্দিরে ভাংচুরের ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে হরিয়ানায় এরকম ঘটনা সামনে এসেছে। সেখানে নবরাত্রীর দিনে দুর্গা মায়ের মূর্তি ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা।