
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের নেতৃত্ব গঠন নিয়ে এবার সরব হল শিবসেনা। দলের মুখপত্র সামনায় বলা হয়েছে, ‘রাহুল গান্ধীর জন্য অপেক্ষা করলে আরও অপ্রাসঙ্গিক হবে কংগ্রেস’।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাহুল গান্ধীই কংগ্রেসের যোগ্য নেতা বলে মত প্রকাশ করেছিল শিব সেনা। সম্প্রতি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বদল নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। জোট শরিকে এহেন মন্তব্য তাতে আরও ঘি ঢালবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কংগ্রেসের পুরো সময়ের নেতা চেয়ে সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন ২৩ জন বিক্ষুব্ধ নেতা। সেই চিঠিকে কেন্দ্র করে জল অনেক দূর গড়িয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা আপাতত মেটানো গিয়েছে বলেই দাবি কংগ্রেসের। এ নিয়ে রবিবার দলীয় মুখপত্র সামনায় শিব সেনা নেতা সঞ্জয় রাউত লিখেছেন, “দলের (কংগ্রেস) সমস্যা আপাতত মিটেছে। কিন্তু রাহুল গান্ধীর জন্য আর কতদিন অপেক্ষা করবে?” তাঁর মতে, যে ২৩ জন বিক্ষুব্ধ নেতা চিঠি দিয়েছেন, তাঁরা তো কেউ দলের দায়িত্ব নেবেন না। রাহুলের জন্য অপেক্ষা করলে কংগ্রেস আরও অপ্রাসঙ্গিক হবে। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত কটাক্ষ করে বলেন, “কংগ্রেসের নেতারা তাঁদের পদকে দলের থেকে বেশি গুরুত্ব দেন। ফলে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তো আর মুখ্যমন্ত্রীর কুরসি ছেড়ে দিল্লিতে কংগ্রেসের নেতৃত্ব দিতে আসবে না।”