যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ এবার টিভির পর্দায় বাউন্সার রাউলপিন্ডি এক্সপ্রেসের। দেশের সামরিক বাজেটকে আরও বাড়াতে প্রয়োজনে ঘাস খেয়ে থাকবেন। প্রাক্তণ পাক পেসার শোয়েব আখতারের এমন দাবিতে অনেকেই বিস্মিত হয়ে পড়েছেন। প্রাক্তন এই পাকিস্তানি ফাস্ট বোলারের দাবি, তিনি যদি তার দেশের সেনাবাহিনীর জন্য বাজেটের বৃদ্ধি করতে সক্ষম হন তবে ঘাস খেতে রাজি আছেন। একটি পাকিস্তানি নিউজকে দেওয়া সাক্ষৎত্কারে শোয়েব আখতার বলেছেন, আল্লাহ যদি আমাকে কখনও দায়িত্ব দেন, তাহলে আমি নিজে ঘাস খেয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বাজেট বাড়িয়ে দেব।”
উনি বলেন, ‘আমি সেনা প্রধানকে এই ইস্যুতে আমার সাথে মিটিংয়ে বসার আবেদন জানাচ্ছি। আর এই নিয়ে উনি যেন কোন সিদ্ধান্ত নেন, সেটিরও আবেদন জানাচ্ছি। উনি বলেন, সেনার বাজেট যদি ২০ শতাংশ হয় তবে আমি এটি ৬০ শতাংশ করব। আমরা যদি একে অপরকে অপমান করি তবে ক্ষতিটি কেবল আমাদেরই। আখতার এও জানান যে, তিনি তাঁর দেশের হয়ে ১৯৯৯ এ কারগিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন।
এর আগে শাহিদ আফ্রিদি ও জাভেদ মিয়াদাদ ভারতের বিরুদ্ধে পরমানু যুদ্ধের কথাও বলেছিলেন।