fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পূর্ব মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান ও এটিএম কাউন্টার, এলাকায় চাঞ্চল্য

মিলন পণ্ডা, (পূর্ব মেদিনীপুর): দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের পাশে কালীনগর বাসস্ট্যাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি দোকান ও এটিএম কাউন্টার। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনা নাকি নাশকতার ছক ?  পুলিশ নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ ও স্থানীয় সূএে জানা গেছে, দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কালিনগর বাসস্ট্যাণ্ডের কালীমন্দিরে পাশে একটি ক্যালেন্ডার ডিপো দোকান রয়েছে। পাশেই অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার ছিল। প্রতিদিনের মতন বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ক্যালেন্ডার ডিপো দোকান মালিক ও কর্মীচারীরা দোকান বন্ধ করে চলে যান। এরপর রাত ১২ টার সময় হঠাতই দোকানের ভেতর থেকে দাউ দাউ করে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুন দ্রুত গোটা এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে পাশে থাকা এটিএম কাউন্টারের আগুন ছড়িয়ে পড়ে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকলকে। কাঁথি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার ওসি অমিত দেব। পাশাপাশি ছুটে আসেন ভুপতিনগর থানার ওসি রবি গ্রাহিকা। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এটিএম কাউন্টার সহ ক্যালেন্ডার ডিপো দোকান ভস্মীভূত হয়েছে।এটিএম কাউন্টারের ঠিক কত পরিমাণ টাকা ছিল তা এখনো পর্যন্ত তা পরিষ্কার করে কিছু জানা যায়নি।

 

ক্যালেন্ডার ডিপো দোকানের মালিক অশ্বিনী মাহাতো বলেন, অগ্নিকাণ্ডের ফলে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানা নেই। যদিও এটিএমের কাউন্টারে আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। মারিশদা থানা পুলিশ আধিকারিক বলে অগ্নিকাণ্ড ঠিক কি কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও তদন্তের কারণে আর বেশি কিছু জানাতে রাজী হয়নি পুলিশ।

Related Articles

Back to top button
Close