অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, দিঘা (পূর্ব মেদিনীপুর): অগ্নিকান্ডে ভস্মীভূত হল একটি দোকান। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলায় সৈকত নগরী দীঘা একটি ভাঙা লোহা লক্কড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে।
লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে দোকানঘরটি বন্ধ অবস্থায় ছিল। গভীর রাতে দোকানঘর থেকে আগুনের ফুলকি বের হতে দেখে জানিও বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়রা জনক ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দীঘা থানার বিশাল পুলিশবাহিনী। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের ভেতরে থাকা জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। ঠিক কি কারনে অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত জানা যায়নি। দীঘা থানা পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।