fbpx
কলকাতাহেডলাইন

বাঁশদ্রোণীতে চলল গুলি, গুলিবিদ্ধ ২, নেপথ্যে সিন্ডিকেট!

যুগশঙ্খ, ওয়েব ডেস্ক বাঁশদ্রোণীতে ভরদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ দুজন। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। স্থানীয় সূত্রে খবর, সিন্ডিকেটের বখরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেখানেই আচমকা গুলি চলে। গুরুতর জখম হন মলয় দত্ত ও বিশ্বনাথ সিং নামে দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এরা দুজনেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই বিশ্বনাথ সিংয়ের সম্পর্ক ছিল ওই গোষ্ঠীর। কিন্তু বর্তমানে সেই অবস্থার অবনতির জন্য এই ঘটনা ঘটেছে।

সম্প্রতি বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে জমি, বাড়ি বিক্রির রমরমা শুরু হয়েছে। সেই সূত্রে সিন্ডিকেটের দাপটও বেড়েছে বলে খবর।

তবে ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিষ্কারই বলছেন, এর সঙ্গে সিন্ডকেট বা রাজনীতির কোনও যোগ নেই।

এর আগে বৃহস্পতিবার রাতে বেহালাতে সিন্ডিকেটের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। চড়ক মেলার দখলদারিকে কেন্দ্র করে হওয়া ওই ঘটনায় জখম হন বেশ কয়েক জন। তার এক সপ্তাহের মধ্যেই ফের প্রকাশ্যে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রকাশ্যে। তবে এ বার ঘটনাস্থল বাঁশদ্রোণীর ব্রহ্মপুর। এমনিতে শান্তিপূর্ণ এলাকা বলে পরিচিত ব্রহ্মপুর। তবে গত কয়েকবছর ধরেই এই অঞ্চলে জমি বিক্রি এবং আবাসন নির্মাণের কাজ বেশ জোরদার শুরু হয়েছে। সেই সূত্রেই সিন্ডিকেটের রমরমা বেড়েছে এলাকায়।

Related Articles

Back to top button
Close