মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি! আহত এক পুলিশ, বাড়ল নিরাপত্তা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শহর কলকাতায়। গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:করোনা মোকাবিলায় অনেকটাই সফল ভারত, অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার সাড়ে তিনগুণ বেশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে। হঠাত্ গুলির শব্দে চমকে ওঠেন সবাই। তারপরেই কিয়স্কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সশস্ত্র পুলিশের কনস্টেবল দিনেশ কর্মকারকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গোটা মুখ রক্তে ভেসে যাচ্ছিল ওই পুলিশকর্মীর। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অস্ত্রপচার করা হয়েছে। গুলি লেগেছে ওই পুলিশকর্মীর গালে। গুলি বের করা হয়েছে। এখন তিনি স্থিতিশীল।