fbpx
কলকাতাহেডলাইন

ফিরতে হলে বিনা শর্তেই আসতে হবে, শোভনকে তৃণমূল

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: দলে শোভন ফিরতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে মানা হবে না তাঁর কোনও শর্ত। ঘাসফুলের একেবারে শীর্ষস্তর থেকে ফোনে এমনটাই জানিয়ে দেওয়া হয় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। পাশাপাশি দলে পুনরায় যোগ দিতে হলে সাধারণ কর্মীদের মত পতাকা হাতে নিয়ে দলে যোগ দিতে হবে বলেও জানানো হয় বলেই সূত্রের খবর। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের সম্মেলনের পর ঘাসফুলের একেবারে শীর্ষস্তর থেকে ফোন যায় শোভনের কাছে। সেখানে স্পষ্ট জানতে চাওয়া হয়, তিনি কি দলে যোগ দেবেন। এমনটাই খবর দলীয় সূত্রে। এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পর তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিনা শর্তেই তাঁকে দলে ফিরতে হবে।

সূত্রের আরও খবর, শোভনবাবুকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে রত্না চট্টোপাধ্যায় কে সরানোর যেমন কোনও বিষয় নেই, তেমনি শোভনের হাতে দায়িত্ব দেওয়ার বিষয়টিও উচ্চস্তরের কমিটি সিদ্ধান্ত নেবে। এরপরেই যদি তিনি দলে আসতে চান, তাহলে স্বাগত। এদিকে, রাজনৈতিক মহলের মতে, এদিনের এই ফোনবার্তার পর স্পষ্ট ঘাসফুলে ফেরা এখন শোভনের পক্ষে কঠিন। তবে এখন দেখার শেষ পর্যন্ত শোভন নিজে কী সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: যাদবপুরে শুরু হল ‘ভার্চুয়াল ক্লাস’, সমস্ত পড়ুয়ার অন্তর্ভুক্তিই লক্ষ্য JUTA’র, দীর্ঘ লড়াইয়ের ফল দাবি ABVP’র

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়ের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এরমধ্যে 131 নম্বর ওয়ার্ডের শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়ের দায়িত্ব খর্ব জল্পনাকে অনেকাংশে উস্কে দিয়েছে। এর পরেই জানা যায় ওই দিন রাতেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন বিজেপি নেতা অরবিন্দ মেনন সেখানে তাকে সাংগঠনিক পদের দায়িত্ব দেয়া হবে বলে জানানো হয়। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি শোভন চট্টোপাধ্যায়। তবুও শেষ পর্যন্ত তিনি পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুল শিবিরে পুনরায় যোগ দেন কিনা সেটাই এখন দেখার।

Related Articles

Back to top button
Close