fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ইতিহাস গড়লেন হিন্দু ছাত্র, ইসলামিক স্টাডিজের প্রবেশিকা পরীক্ষায় শীর্ষস্থান শুভম যাদবের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস গড়লেন হিন্দু ছাত্র শুভম যাদব। ইসলামিক স্টাডিজের প্রবেশিকা পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করলেন রাজস্থানের শুভম যাদব। বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়েছিল গত ২০ সেপ্টেম্বর।  সেই পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন শুভম। এরআগেও ইসলামিক স্টাডিজে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বহু অমুসলিম ছাত্র। কিন্তু ইতিহাস গড়লেন শুভম। হিন্দু ছাত্র হিসেবে শুভমই প্রথম যিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে শীর্ষস্থান অধিকার করেছেন। প্রবেশিকা পরীক্ষায় এই প্রথমে শীর্ষ স্থান অধিকার করলেন কোনও হিন্দু ছাত্র। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদি জানিয়েছেন যে, ‘এর আগে আমরা বহু অমুসলিম ইসলামি স্কলার পেয়েছি। কিন্তু এই প্রথম কোনও অমুসলিম ছাত্র প্রবেশিকা পরীক্ষায় শীর্য স্থান অধিকার করল।’

আরও পড়ুন- খবরের শিরোনামে ফের উত্তরপ্রদেশ, পুড়িয়ে মারা হল ধর্ষিতাকে, ধৃত মূল অভিযুক্ত সমেত ৪

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক হয়েছেন শুভম। শুভম  জানিয়েছেন যে, কলেজে পড়াশোনা করতে করতেই শুভমের ইসলাম সম্পর্কে পড়াশোনার জন্য শুভমের আগ্রহ জন্মায়। এরপরেই সে সিদ্ধান্ত নেয় যে, কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে সে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করবে সে। যেমন ভাবা তেমন কাজ। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ এর স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করে ফেলেন রাজস্থানের শুভম যাদব। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা শুভম জানিয়েছেন, ‘ইসলাম সম্পর্কে বহু ভুল ধারনা চালু রয়েছে। সমাজের কাছে এই ভ্রান্ত ধারণা দূর হওয়া দরকার। সেইকারণে আমার ইসলাম নিয়ে পড়াশোনা করা।’  ভবিষ্যতে আইএএস অফিসার হতে চান শুভম বলে জানিয়েছেন।

 

Related Articles

Back to top button
Close