লকডাউনে শ্রমিকদের ফোন করে খোঁজ নিলেন শুভেন্দু অধিকারী
ভীষ্মদেব দাশ, পূর্ব মেদিনীপুুর: লকডাউন চলছে। বাড়িতেই আছেন সকলে। কেমন আছেন? বেতন ঠিক সময়ে পাচ্ছেন তো? বাড়ির সকলে ভালো আছেন তো? প্রশ্ন করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রমিক দিবসের সকালেই কারখানার শ্রমিকদের ফোন করে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। প্রতিবছর শ্রমিক দিবসে শ্রমিকদের পাশে থাকেন শুভেন্দু বাবু। লকডাউনের জেরে বাড়ি থেকেই খোঁজ খবর নিচ্ছেন তিনি। শ্রমিকদের পাশে থাকেন তিনি।
আরও পড়ুন: বিজেপি সাংসদ, বিধায়কদের ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জনদরদী নেতা হিসেবেই পরিচিত স্বামীজির আদর্শে উজ্জীবীত শুভেন্দু অধিকারী। শিল্পনগরী হলদিয়ার ২০হাজার শ্রমিকের পাশে দাঁড়ালেন তিনি। ১লা মে, বিশ্ব শ্রমিক দিবসে শুভেন্দু অধিকারীর উদ্যোগে হলদিয়া শিল্প নগরীর সমস্ত কারখানার প্রায় ২০০০০শ্রমিকদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান প্রদান করা হয়। মন্ত্রী ফোনের মাধ্যমে সারাদিনই সকল শ্রমিকদের শ্রমিক দিবসের শুভেচ্ছা জানান ও সকলের পরিবারের খবর নেন। সকলকে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার বার্তা দেন। শ্রমিক দিবসের সকালেই মন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত হলদিয়া শিল্প নগরীর শ্রমিকরা। মন্ত্রী পাশে থাকায় খুশি সকলেই।