লড়াইয়ের মাঠে নেমে পড়লেন কি শুভেন্দু অধিকারী!

মিলন পণ্ডা, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : লড়াইয়ের মাঠে নেমে পড়লেন কি শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়া পুরসভা এলাকায় শুভেন্দুর অনুগামী মানস ভুঁইয়ার বাড়িতে হামলার অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনার দিন মানস ভুঁইয়া দিদি পারুল প্রধানের (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ঘটনার দিন আরও বেশ কয়েকজন অনুগামীর বাড়িতেও হামলার চালানোর অভিযোগ উঠে। ভাঙচুর চালানোর হয় একাধিক বাড়ি।
শিল্পনগরী হলদিয়া শহর জুড়ে দাদার অনুগামী’দের সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম পুরসভার ২২ নং ওয়ার্ডের বাসিন্দা মানস ভুঁইয়া। এদিন দুপুরে অনুগামীদের বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুর পাশাপাশি বাকি সদস্যদের হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন মানস ভুঁইয়া দিদি পারুলদেবী। স্থানীয় হাসপাতালের নিয়ে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকাল থেকে এলাকায় ব্যাপক উওেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাবুল সুপ্রিয়’র মায়ের… শোকে ভেঙে পড়লেন সাংসদ
বুধবার বিকালে হলদিয়ায় অনুগামী বাড়িতে হাজির হন শুভেন্দু অধিকারী। মৃত অনুগামী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী বলে পরিবার সূএে জানা গেছে। তবে শুভেন্দু অধিকারী পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।