অধিকার ছাড়লেন অধিকারী, উৎসাহ নন্দীগ্রামে

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম: নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি বিভিন্ন পদ ও মন্ত্রিত্ব ছাড়ায় উৎসাহ দেখা দিল নন্দীগ্রামের বিজেপি মহলে। এখনও তিনি বিধায়ক পদ ছাড়েননি তবে খুব শীঘ্রই তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন সেই অপেক্ষায় তাঁরা।
কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর বলেন, ‘কোনও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদদের তৃণমূলে থাকার জায়গা নেই। কেউ মানুষের প্রকৃত কাজ করতে চাইলে তাঁর তৃণমূলে থাকা সম্ভব নয়। তৃণমূল বর্তমানে একটি জেহাদি দলে পরিণত হয়েছে। শুভেন্দুবাবু মন্ত্রিত্ব ও বিভিন্ন সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন, এবার তিনি বিজেপিতে যোগদান করবেন বলে আমার ধারণা। উনি দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ। আমার মনে হয় উনি বিজেপিতে যোগদান করবেন এবং সারা রাজ্য রাজনীতিতে একটি আলোড়ন সৃষ্টি হবে। পালা বদল হবে পশ্চিমবঙ্গের।’
শুভেন্দু অধিকারীর পদত্যাগের খবর পাওয়ার পর সারা রাজ্যের মতো নন্দীগ্রামেও আলোড়ন পড়ে যায়। হাটে-বাজারে একটাই চর্চার বিষয় হয়ে দাঁড়ায় শুভেন্দু অধিকারী। সন্ধ্যার চায়ের দোকানেও তুমুল আড্ডা অধিকারীর অধিকার ছাড়া নিয়ে। সোশ্যাল মিড়িয়াতে বহু বিজেপি কর্মীকে খুব উৎসাহের সঙ্গে এই খবর পোস্ট করতে দেখা যায়।