পশ্চিমবঙ্গহেডলাইন
আগামী ৩০শে জুনের মধ্যেই সেচ দফতরকে কাজ শেষ করার নির্দেশ শুভেন্দুর
ভীষ্মদেব দাশ, পূর্ব মেদিনীপুরঃ রাজ্যে বর্ষা আসার পূর্বেই বন্যা নিয়ন্ত্রণের জন্যে প্রস্তুতি নিতে হবে। কোনও কাজ অসম্পূর্ণ রাখা যাবে না। নির্দেশ দিলেন সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেচ দফতরের কাজের সমীক্ষা করেন মন্ত্রী।
এদিন রাজ্যের সেচ দফতরের সচিব নবীন প্রকাশ সহ সেচ দপ্তরের সকল আধিকারিক ও জেলার আধিকারিকদের সাথে রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন। আধিকারিকদের দ্রুততার সঙ্গে সব সমস্যা সমাধান করার বার্তা দেন তিনি। বন্যা মোকাবিলার জন্য সেচ বিভাগের করণীয় কাজ আগামী ৩০ জুনের মধ্যে করতে হবে বলে নির্দেশ দেন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।