fbpx
অফবিটআন্তর্জাতিকগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

আমেরিকায় করোনা ভাইরাসের ওষুধ গবেষণার সহযোগিতায় জামুড়িয়ার মেয়ে শ্বেতা সিং

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হেক্টার ফ্লোরেজকে করোনা ভাইরাসের ওষুধ গবেষণায় সহযোগিতা করছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার মেয়ে শ্বেতা সিং। তার এই কাজে শুধুমাত্র আসানসোল বা রাজ্যবাসী হিসাবে নয়, গোটা দেশের মানুষ শ্বেতার জন্য গর্বিত।

জামুড়িয়ার বাসিন্দা ব্যবসায়ী বৈজনাথ সিংয়ের মেয়ে শ্বেতা আসানসোলের নামী ইংরাজি মাধ্যম লরেটো কনভেন্ট স্কুলে পড়তেন। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য পুনেতে চলে যান। সেখান থেকেই শ্বেতা পিএইচডি করেন। ২০১৮ সালে ইঞ্জিনিয়ার নবনীত সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে স্বামীর সঙ্গে আমেরিকার কলম্বিয়াতে চলে যান শ্বেতা। সেখানে সে নতুন করে আবার পড়াশোনা শুরু করেন।

আরও পড়ুন:করোনা ভাইরাস বিশ্বে বহু যুগ ধরে তার প্রভাব রাখবে: WHO

প্রসঙ্গত, বর্তমানে আমেরিকা বা ভারত নয় গোটা পৃথিবীর মানুষ আতঙ্কিত। এই মুহূর্তে বিশ্বের প্রায় ২ কোটি মানুষ করোনায় আক্রান্ত। সেখানে এই করোনার মতো রোগের হাত থেকে বাঁচানোর গবেষনায় অংশ নিয়েছেন জামুড়িয়ার শ্বেতা।
মার্কিন অধ্যাপক ফ্লোরেজের সঙ্গে জামুড়িয়ার শ্বেতা সিংয়ের করোনা মুক্ত ওষুধের সম্ভাব্য গবেষণার রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে আমেরিকার এক বিখ্যাত মেডিক্যাল জার্নালে। রিপোর্টে কম্পিউটার পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে বাজারে পাওয়া যায় এমন ১২৯ টি ওষুধ ও ৯৯২ টি আয়ুর্বেদিক সামগ্রীর মধ্যে বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করে করোনা মোকাবিলার নতুন ওষুধের সম্ভবনার কথা উল্লেখ করা হয়েছে।

শ্বেতা বলেন, তাদের তৈরি এই রিপোর্ট মেডিক্যাল সায়েন্সের কাজে লাগলে বিশ্ববাসী উপকৃত হবেন। মুক্তি পাওয়া যাবে করোনা থেকে। বাবা বৈজনাথ সিং ও মা রামবতী সিং মেয়ের এই কাজে গর্বিত।

Related Articles

Back to top button
Close