আগের চেয়ে সুস্থ বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে প্রাক্তন পরিবহন মন্ত্রী, সিটু নেতা শ্যামল চক্রবর্তীর। বর্ষীয়ান এই বাম নেতার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই তাকে উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে হয়। বর্তমানে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থিতিশীল রয়েছে শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা।
আরও পড়ুন:স্থিতিশীল ফুয়াদ হালিম, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সিপিএম নেতা
প্রসঙ্গত, বুধবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উল্টোডাঙার একটি নার্সিংহোমে ভর্তি হন সিপিএমের এই প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তী। সেই সময় টেস্টে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। গত কয়েক দিন ধরে জ্বর আসছিল শ্যামল চক্রবর্তী, সেইসঙ্গে তাঁর প্রস্রাব অনিয়মিত হচ্ছিল। সিওপিডি থাকার কারণে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আগেও এই নার্সিংহোমে চিকিৎসাধীন থেকেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর চেস্ট এক্স-রে হয়েছে। তবে তাঁর ফুসফুসের অবস্থা খুব একটা ভালো নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।