
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গরু পাচার মামলার পর ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডল কে তলব করে সিবিআই। সেই মতো সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল। আগেই গুঞ্জন শোনা গিয়েছিল তার আসা নিয়ে। সেটাই সত্যি হল। হাজিরায় এলেন না বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে তিনি তার আইনজীবী মারফত চিঠতে জানিয়েছেন, তিনি খুব অসুস্থ। চিকিৎসক তাকে আগামী ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই এর পরেই তিনি হাজিরায় বসবেন। বোলপুরের বাড়িতে সিবিআই অফিসাররা আসতে পারেন। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। মঙ্গলবার দুপুর ১টায় তাকে আসতে বলা হয়েছিল।
উল্লেখ্য, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় আগেও অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তখন তদন্তকারী সংস্থার মুখোমুখি হননি তিনি। কিন্তু গরুপাচার মামলায় দু’দিন আগেই অনুব্রত নিজাম প্যালেসে গিয়ে সিবিআই হাজিরা দেন। এখন তিনি বীরভূমে নিজের বাড়িতে। সেই দিনই সেখান থেকে সোজা তিনি চলে যান, এসএসকেম-এ। সেখানে রুটিন চেক-আপের পর চিনার পার্কের বাড়িতে যান। দেড়দিন সেই বাড়িতে কাটিয়ে বীরভূমে নিজের বাড়িতে ফিরে যান। ফিরেই তিনি তার অনুগামীদের জানান, ভালো আছেন তিনি।
তার পরে ভোট পরবর্তী হিংসা মামলার আগেই ফের অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত।