
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা, লকডাউনের জের কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় সিকিম। খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। আগস্ট মাস থেকে সিকিমের স্কুলগুলিতে পুনরায় পঠন-পাঠন শুরু হতে চলেছে। সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে পুরোদমে পঠন-পাঠন শুরু হবে।
শুক্রবার সিকিমে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই বিষয়ে একটি বৈঠক করেন, তারপরেই এই সিদ্ধান্ত জানান তিনি। সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ইউজিসি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী ১ জুলাই থেকে পুনরায় খোলার কথা থাকলে করোনা মহামারীর কারণে সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়। সাবধানতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে শুক্রবারেও সিকিমে আরও ৬৩টি করোনা আক্রান্তের রিপোর্ট জমা পড়েছে।