বেলদা বাজারে শুভেন্দু অধিকারীর তোরণ ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে মৌন পদযাত্রা অনুগামীদের

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: বেলদা বাজারে শুভেন্দু অধিকারীর তোরণ ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে মৌন পদযাত্রা অনুগামীদের।কয়েকদিন আগেই বেলদা বাজারে শুভেন্দু অধিকারীর তোরণ কেউ বা কারা ছিঁড়ে দিয়েছিল। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বেলদা বাজারে মৌন পদযাত্রা আয়োজন করলেন শুভেন্দু অধিকারীর একদল অনুগামীরা। বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো অনুগামী এদিন এই মিছিলে শামিল হয়েছিলেন। মৌন এই পদযাত্রাতে এই ঘটনার নিন্দা করা হয়। তবে এই প্রতিবাদী পদযাত্রাতে তৃণমূলের কোনও প্রতীক দেখা যায়নি।
এক অনুগামী বলেন ” গত ষষ্ঠীর দিন বাংলার জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের শারদ বার্তা কন্টাই কো-অপারেটিভ ব্যাংক এর সামনে টাঙানো ছিল। সপ্তমীর দিন দুষ্কৃতীরা ছিঁড়ে দেয়। তারই প্রতিবাদে আজকে এই মৌন মিছিল করে ধিক্কার জানাচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা থানায় অভিযোগ জানাব। বাংলার পরিবহন মন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে গেছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দেখার দায়িত্ব থানার। তিনি আরও বলেন- যারা অধর্মের প্রতীক, যারা সত্যকে চাপা দিতে চাই, যারা শুভেন্দু বাবুর মত জননেতাকে আটকাতে চায়, বিদ্বেষী দুষ্কৃতীরাই এই কুকর্ম করেছে। আমরা দাদার অনুগামীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
আরও পড়ুন:কর্তব্যে গাফিলতির অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাসপেন্ড করলেন রাষ্ট্রপতি
এ দিন কয়েকশো দাদার অনুগামীরা এই মৌন মিছিলে হেঁটে এই ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়েছেন।