fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

সিনে জগতে ফের শোকের ছায়া, প্রয়াত গায়িকা অনুরাধা পাড়োয়ালের ছেলে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ২০২০ সালটা মোটেই কারোর পক্ষে ভালো যাচ্ছে না। বিশেষত বিনোদন জগতের ক্ষেত্রে একেবারেই ভালো যাচ্ছে না। বছরের শুরু থেকেই একে একে নাম করা বিনোদন ব্যক্তিত্ব প্রয়াত হচ্ছেন। এবারও ফের সেই একই ঘটনা। অকাল প্রয়াণ হল বিখ্যাত গায়িকা অনুরাধা পাড়োয়ালের ছেলে আদিত্য পাড়োয়ালের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

আরও পড়ুন: বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরে চলবে ভারী দুর্যোগ

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে আদিত্য কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। তবে শনিবার কিডনি বিকল হয়ে যাওয়ার ফলে তাঁর মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুতে পাড়োয়াল পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, আদিত্যও নিজের মায়ের মতো ভজন গায়ক ছিলেন। চলতি বছরের একেবারে শুরুতে তিনি এক সাক্ষাৎকারে জানান যে তিনি ভক্তি সঙ্গীতের ব্যপারে বেশি মনোনিবেশ করতে চান। তাঁর নাম সব থেকে কম বয়সী সঙ্গীত পরিচালকের নাম হিসেবে ‘লিমকা বুক অফ রেকর্ড’স এ সামিল রয়েছে।

 

Related Articles

Back to top button
Close