বোনের দীর্ঘায়ু কামনা করে পালন হল বোন ফোঁটা

মিল্টন পাল,মালদা: বোনকে দেয় বোন ফোটা বাড়তে থাকুক আয়ুটা। তোর কপালে দিলাম ফোটা সইলো ঘর ভরা সব বোনেরা জাগলো। বোনের কপালে বোনের ফোটা। বোনের ভালো বোনের ফোটা বাড়তে থাকুক তোর আয়ুটা। এমনি মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে পালন করা হল বোন ফোটা। এটা কোন সংস্থা নয়। একদল যুবতিরা দল বেঁধে ফি বছর বোনেদের মঙ্গল কামনায় আয়োজন করা হয় বোন ফোটার। সেই মত করোনা আবহে সামাজিক বিধি মেনে এই ফোটার আয়োজন করা হয় মালদার উঠোনে।
ভাই ফোঁটা পাজি পুঞ্জিকা দেখে করা হয়। প্রতিবছর এই রাশপূর্নিমার দিন বোনেদের মঙ্গল কামনায় বোন ফোটার আয়োজনা করা হয়। পাঞ্জি পঞ্জিকায় কোন ব্রত বা নিয়ম নেই তাই মেয়েরা নিজেদের মঙ্গল কামনায় এর আয়োজনা করা হয়। সোমবার মালদার ইংরেজবাজারের বিকেলের উঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার করোনা আবহে ভাই ফোটার রীতি মেনে চন্দন, কাজল,শিশির সহ নানা উপকরন দিয়ে এই বোন ফোঁটার আয়োজন করা হয়। ছিল মিষ্টি মুখের আয়োজন। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি মিষ্টি নিয়ে এসে এই আয়োজন করা হয়।
উদ্যোক্তা সুদেষ্ণা মৈত্র জানান,ভাইয়েদের মঙ্গল কামনার রীতি রয়েছে। তবে মেয়ে বোনরা অনেক জায়গায় অবহেলিত হয়। সেই দিকে নজর রেখে বোনেদের মঙ্গল কামনায় এই বোন ফোটার আয়োজন করা হয়।এর ফলে অনেক বোনেদের আয়ু দীর্ঘায়ু কামনা করি প্রতিবছর এই দিনে। সেখানে লুচি,মিষ্টি পায়েশ দিয়ে এই ফোটা দেওয়া হয়। যাতে বোনেদের মঙ্গল হয়। তারা যাতে সমাজে সুরিক্ষিত ভাবে থাকতে পারে। আমরা চাই প্রত্যেকে এই ধরনের বোন ফোঁটা দিক। তাতে সমাজ সচেতনতা বৃদ্ধি পাবে।