সিউড়ি সদর হাসপাতালে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন করোনা যোদ্ধা সোমা দাস ও অন্যান্যরা
প্রদীপ্ত দত্ত, সিউড়ি: করোনা মোকাবিলায় তাঁরা প্রথম সারির যোদ্ধা। পর্যাপ্ত প্রতিরোধের ব্যবস্থা নেই তবুও জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন সিউড়ি সদর হাসপাতালে আইসোলেশনের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীরা। হাসপাতালে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন করোনা সন্দেহভাজন রোগীরা আসছেন। পরীক্ষার জন্য লালারস সংগ্ৰহের কাজ চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে।
আইসোলেশনের দায়িত্বে থাকা সোমা দাস জানান , ” হাসপাতােলর সুপার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আইসোলেশন বিভাগের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন। নার্সিং সুপারিনটেনডেন্ট , ডি এন এস ও ১৩ জন চিকিৎসা কর্মী নিয়ে আমরা কাজ করে চলেছি দিনে ও রাত্রিতে। যদিও কাজের চাপে দীর্ঘক্ষণ এই হাসপাতালে কাজ করতে হচ্ছে তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্বেচ্ছায় এই দায়িত্ব আমরা তুলে নিয়েছি। ”
সিউড়ি সদর হাসপাতালের সিনিয়র চিকিৎসা কর্মী উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান , “সোমা দাসদের মতো চিকিৎসা কর্মীরা ঝুঁকি নিয়ে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন । অনেকেই বাড়ি যেতে পারছেন না। এই পরিস্থিতিতে আমাদের সহকর্মীরা যে ভাবে কাজ করে চলেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য । “