কালজানি নদীতে অবাধে চলেছে কাঠ পাচার… উদাসীন প্রশাসন

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ১নং ব্লকের চাপাতলি কালজানি নদী ঘাট এখন কাঠ মাফিয়াদের নতুন করিডরে পরিনত হয়েছে। জঙ্গলের কাঠ কেটে নদী দিয়ে নিয়ে এসে পাচার চলছে। ঠিক ভ্যালার মতো করে সাজিয়ে কাঠ বেঁধে নদী পথে ভাসিয়ে নিয়ে পাচার করছেন কাঠ মাফিয়ারা,স্থানীয় একাংশ মানুষের একাজে মদত রয়েছে সূত্রের খবর। তাদের সাহায্যেই বাইরের কাঠ মাফিয়ারা আসচ্ছেন বলে জানা গেছে। এদিকে জঙ্গল থেকে কাঠ পাচারের খবর জানা সত্ত্বেও বন দফতর কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই কাজে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এক শ্রেণির বন কর্মীরাও জড়িত আছেন বলে অভিযোগ। কাঠ মাফিয়া ও বন দফতরের কর্মীদের ভয়েই স্থানীয় বাসিন্দারা এই কাজের প্রতিবাদ করতে সাহস পান না বলে তারাই জানিয়েছেন।
আরও পড়ুন: অমিত শাহের আগেই বাংলা সফরে আসছেন মোহন ভাগবত, দুপুরে পৌঁছাবেন কলকাতা
বন দফতরের উদাসীনতায় গোটা বিষয়টি নিয়ে স্থানীয় তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সাহা বলেন,”নদী পথে কাঠ পাচারের বিষয়টি তার সঠিক জানা নেই। তবে এমনটা হতে থাকলে বন দফতরের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার’।