পশ্চিমবঙ্গহেডলাইন
চা বাগান থেকে উদ্ধার হল একটি অজগর সাপ

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রামের তুরতুরি চা বাগান থেকে উদ্ধার হল একটি অজগর সাপ। কুমারগ্রামের ১৬ নম্বর সেকশান থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন কর্মীদের হাতে তুলে দেন চা বাগানের শ্রমিকরা। জানা গেছে শ্রমিকদের একটি দল চা পাতা তোলার কাজে যাওয়ার সময় চা বাগানের ঝোপে অজগরটি দেখতে পান। তাঁরা সেটিকে আটক করে বন দফতরের উত্তর রায়ডাক রেঞ্জ আধিকারিককে খবর দেন। বনকর্মীরা চা বাগানে যাওয়ার পর শ্রমিকরা সাপটিকে তাঁদের হাতে তুলে দেন। বনকর্মীরা অজগরটিকে খাঁচাবন্দী করে সুস্থ অবস্থায় ময়নাবাড়ি জঙ্গলে ছেড়ে দেন।