নতুন করে হাসির আলো ফিরিয়ে দিচ্ছে ‘স্নেহের নতুন প্রয়াস’

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: বর্তমানে রাজ্য, দেশ তথা গোটা বিশ্ব মারণ করোনা ভাইরাসে জর্জরিত। হাজারো প্রতিকূলতার মধ্য থেকে সামান্যটুকু মাইনে পায় তাঁরাও কাজ হারিয়ে বাড়িতে বসে আছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর আজ নিরুপায় অবস্থা। যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সেখানে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র কিভাবে তুলে দেবে ছোট্ট ছোট্ট সন্তানদের হাতে সেই নিয়ে চিন্তায় রয়েছেন এই মানুষগুলি।
আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ, আক্রান্ত ছাড়াল ৫৯ লাখের গণ্ডি
তবে বারুইপুরের অন্তর্গত সমস্ত গ্রামগুলির মানুষের পাশে থাকার বার্তা দিল ‘স্নেহের নতুন প্রয়াস’ নামের এক সংগঠন। যারা এই করোনাভাইরাস, লকডাউনে অসহায় মানুষগুলির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছিল, তেমনই আজ তাঁরা দুর্গা পুজোতে ছোট্ট ছোট্ট দুর্গাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে চায়। তাছাড়া যারা জীবনের বাজি রেখে সবসময় মানুষের পাশে সংবাদ পরিবেশন করেছে তাদেরকে তারা সম্মান দিতে চায় ডাক্তার, মেডিসিন ডিপার্টমেন্ট এর মহান ব্যক্তিদের। তাই নতুন প্রয়াস পাশে দাঁড়াতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওরা আরও এগিয়ে চলতে পারে।